to Ashram Secretary Bimal Kr. Sarkar
Saturday, June 30, 2012
Activities: Gopali Ashram
to Ashram Secretary Bimal Kr. Sarkar
Friday, June 29, 2012
Gopali Ashram Receiving Draft from Airtel Ltd.
আশ্রমের ব্যবস্থাপক শ্রী কুশল কুণ্ডুর হাতে ড্রাফট তুলে দিচ্ছেন শ্রী পল্লব সেনগুপ্ত, জোনাল বিজনেস হেড, ভারতী এয়ারটেল লি (সাউথ কোস্টাল জোন) তাঁর এক টীম মেম্বারের হাত দিয়ে। মাইক হাতে পল্লববাবু নিজেই অনুষ্ঠান সঞ্চালন করেন। গত ১২/০৫/২০১২ শনিবার, এয়ারটেল সংস্থার ইন্দা (খড়্গপুর) শাখা রুপনারায়ণপুরের গ্রীণ পার্ক হোটেলে নবরত্ন দিবস উদযাপন করে, এই উপলক্ষে গোপালী আশ্রমের ছাত্রাবাসের ছাত্রদের আহ্বান করেন অনুষ্ঠানে মঙ্গলাচরন ও দেশাত্মবোধক সঙ্গীত গাওয়ার জন্য। আশ্রম কতৃপক্ষের হাতে ১০,০০১ টাকার একটি ড্রাফট তুলে দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার নিদর্শন স্থাপন করেন তাঁরা। সমগ্র অনুষ্ঠানটিতে ভারতীয় সংস্কৃতির ছাপ সকলকে মুগ্ধ করে।
গত বৎসর ১৫ই আগষ্ট, একইভাবে খড়্গপুর ওয়েল ফেয়ার অর্গানাইজেশন তাদের বাৎসরিক রক্তদান উৎসব উপলক্ষে আশ্রম কতৃপক্ষের হাতে ১৫,০০০ টকার একটি চেক তুলে দেন, দুস্থ ছাত্রদের সাহাযার্থে।
Free Eye Cataract Testing & Operation Camp at Gopali Ashram on 15th April, 2012
135 Patients were checked by M. P Birla Eye Clinic in association with Aravind Eye Hospital, Madurai at our Ashram today. 28 patients from 3 blocks of Kharagpur sub-division were selected for cataract operation and 27 decided to go by organisation bus to Kolkata for operation.
All arrangements were made by Ashram sponsored by ASO Cement, Gopali totally free of cost.