গোপালী আশ্রম প্রাঙ্গণে সারাদিনব্যাপী জন্মাষ্টমী উৎসব পালিত হয়। উপস্থিত ছিলেন পরিষদের দক্ষিণ বঙ্গের সেবা প্রমুখ, শ্রী কুশল কুণ্ডু, মেদিনীপুর জেলা সহ-সম্পাদক সুবর্ণ পাণ্ডে এবং জেলা সেবা প্রমুখ তরুণ কুমার মাইতি মহাশয়।
সকালবেলা গোপালী সরস্বতী ও সারদা শিশু মন্দিরের ছাত্র-ছাত্রী সহযোগে বিশাল শোভাযাত্রা গোটা গ্রাম পরিক্রমা করে। তারপর পূজা-কীর্তন চলে দিনভর।
রবিবার শিশুদের জন্য মহাভারত কুইজ, অঙ্কন প্রতিযোগিতা ও সকলের জন্য দই হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতার আয়োজন হয়। শেষে ধর্মসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। দুপুরে আশ্রমে অরবিন্দ ছাত্রাবাসের শিশুদের শ্রীকৃষ্ণ জন্মলীলা নাটক ও কৃষ্ণভক্ত সুদামা সিনেমা দেখানো হয়।
No comments:
Post a Comment